কলকাতা : সিবিআই অফিসে হাজিরা দিলেন কাকলি ঘোষদস্তিদার । নেওয়া হল তাঁর ভয়েস স্যাম্পেল । সিবিআই অফিসারদের জিজ্ঞাসাবাদ শেষে কাকলি বললেন, “একটা ষড়যন্ত্র চলছে । তার পরদা ফাঁস করতে তদন্তকারীদের সহযোগিতা করব ।”তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে নারদ কাণ্ডে আগে তলব করেছিল সিবিআই। তাঁর বয়ান রেকর্ডের জন্য । তখন আসেননি কাকলি । পরে তাঁর মধ্যমগ্রামের বাড়িতে হানা দেয় সিবিআই । তিন সদস্যের প্রতিনিধি দল ডিএসপি রঞ্জিত কুমারের নেতৃত্বে তাঁর বাড়িতে যায় । ওই প্রতিনিধি দল বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে । তাঁর বয়ান রেকর্ড করা হয় । এবার ভয়েস স্যাম্পেল দেওয়ার জন্য তাঁকে তলব করা হয় নিজ়াম প্যালেসে । আজ সকালে প্রায় একঘণ্টা নিজ়াম প্যালেসে সিবিআই দপ্তরে ছিলেন তিনি । নেওয়া হয় তাঁর ভয়েস স্যাম্পেল । সিবিআই অফিস ছাড়ার আগে কাকলি বলেন, “দায়িত্বশীল নাগরিক হিসেবে আদালতের নির্দেশে যে তদন্ত চলছে তাতে সহযোগিতা করছি । তদন্তের প্রয়োজনে আবার ডাকলে আসব । আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে একটা ষড়যন্ত্র হচ্ছে । সেই ষড়যন্ত্রের পরদা ফাঁস করতে তদন্তকারীদের সহযোগিতা করা দরকার ।”