নয়াদিল্লিঃ সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলেছিল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার সংলগ্ন এলাকায়। বুধবার থেকে সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরনো দিল্লি ও পূর্ব দিল্লিতেও। পূর্ব দিল্লির সীলমপুরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। আজ, বৃহস্পতিবার সকালেও দেখা যায় রাজধানীর পরিস্থিতি থমথমে। বন্ধ রাস্তাঘাট, যান চলাচল প্রায় অবরুদ্ধ। দিল্লি মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ (ডিএমএরসি) জানিয়েছে, অশান্তি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ১৪টি মেট্রো স্টেশন। জাতীয় রাজধানী এলাকায় জায়গায় জায়গায় ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ১৪৪ ধারা চলছে দিল্লির কয়েকটি জায়গায়। তার মধ্যে লালকেল্লা চত্বরও রয়েছে। কিন্তু তা উপেক্ষা করেই এ দিন সকাল থেকে ভিড় জমাতে থাকেন বিক্ষোভকারীরা। আগে থেকেই সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভকারীরা লালকেল্লার সামনে জমায়েত হতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। যার জেরে সকাল থেকে তীব্র যানজট দিল্লি-গুরুগ্রাম সীমান্ত এলাকায় ৪৮ নম্বর জাতীয় সড়কে। বিক্ষোভকারীদের মিছিল রুখতে টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী। দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, মথুরা রোড-কালিন্দি কুঞ্জ রোডে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নয়ডা থেকে দিল্লি যেতে হলে অক্ষরধাম রোড ধরে ডিএনডি ফ্লাইওয়ে ধরে যেতে হবে। তালা পড়েছে প্রায় ১৪টি মেট্রো স্টেশনেও।