বিধাননগর: বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা সব্যসাচী দত্তের কালীপুজো উদ্বোধন করবেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার সন্ধ্যায় বিধাননগরের মৈত্রী সংঘের কালীপুজোয় তাঁর উপস্থিত থাকার কথা। কয়েকদিন আগেই রাজভবনে গিয়ে রাজ্যপালকে মৈত্রী সংঘের কালীপুজোর উদ্বোধনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সব্যসাচী। সেই আমন্ত্রণ গ্রহণ করেন রাজ্যপাল। জানা গিয়েছে, আগামিকাল সন্ধ্যায় তিনি পুজো উদ্বোধনে উপস্থিত থাকবেন।প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডের আগে বা পরে রাজ্য সরকারের সঙ্গে একাধিক ইস্যুতে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। উত্তরবঙ্গ সফর হোক বা দক্ষিণ ২৪ পরগণা সফর, বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিতর্কিত মন্তব্য অস্বস্তিতে ফেলেছে রাজ্যকে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল থেকে বিজেপিতে আসা সব্যসাচী দত্তের কালীপুজোর আমন্ত্রণ গ্রহণ করে কী নতুন কোনও বিতর্কে ইঙ্গিত দিলেন রাজ্যপাল! এখন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।এদিকে, রাজ্যপালকে নিজের বাড়িতে পুজোতে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁকে ভাইফোঁটা দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। তবে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির পুজো বা ভাইফোঁটায়, মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যপাল যাবেন কিনা, তা এখনও জানা যায়নি।জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সোয়া সাত’টা নাগাদ রাজ্যপাল বিধাননগরের কালীপুজোর উদ্বোধনে যাবেন। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বড়বাজারে আরও এক বিজেপি নেতার কালীপুজোর উদ্বোধনে যাবেন রাজ্যপাল। তবে সব্যসাচী দত্তের পুজোর উদ্বোধন স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বাড়তি গুরুত্ব পাবে, তা বলার অপেক্ষা রাখে না।