সাগরপাড়ে লাঠি হাতে ঘুরছেন স্থানীয় গ্রামের মহিলারা। সকলের পরনে সবুজপাড়ের সাদা শাড়ি। মাথায় টুপি। লাঠি হাতে তাঁরা কড়া নজরদারি চালাচ্ছেন। কেউ যাতে মহিলাদের বিরক্ত না করে, স্নান করতে আসা পুণ্যার্থীদের জিনিসপত্র যেন কোনওভাবেই চুরি না হয়। এই সব দেখাই তাঁদের কাজ। তাঁদের নিয়োগ করা হয়েছে বিডিও দপ্তর থেকে। সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য, এত বড় মেলা। লক্ষ লক্ষ মানুষ। শুধুমাত্র পুলিস বা সিভিক পুলিস দিয়ে সম্ভব নয়। তাই স্থানীয় গ্রামের বধূদের ট্রেনিং দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। এই নারীবাহিনীর সক্রিয়তায় খুশি পুণ্যার্থীরা।