পুলিশের চোখরাঙানি অগ্রাহ্য করে সিএএ এর প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্ণাটকের স্বাধীনতা সংগ্রামী এইচ এস ডোরেস্বামী। প্রায় শতবর্ষ পার হতে চলা মানুষটি বৃহস্পতিবার থেকে সিএএ–র প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন টাউন হলের সামনে। শুক্রবারও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এমনকি কর্ণাটক সেন্ট্রাল জোনের ডিসিপির সদর দপ্তরের সামনে ধরনায় বসার হুমকি দিয়েছেন বর্ষীয়ান স্বাধীনতা সংগ্রামী। টাউন হলের সামনে বিক্ষোভের জন্য পুলিশের মৌখিক অনুমতিও আদায় করে নিয়েছেন ডোরেস্বামী। বুধবার রাতে অনুমতি মিলেছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আন্দোলন। ডোরেস্বামী বলেছেন, ‘পুলিশ প্রথমে আমাদের অনুমতি দিতে চায়নি। কিন্তু আরও অনেকেই বিক্ষোভ দেখাচ্ছে। তাই আমরাও একপ্রকার জোর করেই অনুমতি আদায় করেছি। এমনকি পুলিশের নোটিশও অগ্রাহ্য করেছি।’ ডিসিপি সেন্ট্রাল চেতন সিং রাঠোর বলেছেন, ‘টাউন হলে ইতিমধ্যেই পাঁচ দিনের জন্য নানা কর্মসূচী রয়েছে। যা বাতিল করা যাবে না। তাই আমি বলেছিলাম শুক্রবার ১১টা থেকে ৩টে অবধি বিক্ষোভ কর্মসূচী পালন করতে।’ এমনকি স্বাধীনতা পার্কেও একাধিক বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছে। কিন্তু সারারাত বিক্ষোভ আন্দোলনের অনুমতি দিতে রাজি নয় পুলিশ। কিন্তু ডোরেস্বামীও অনড়।