কলকাতা

সিবিআই দফতরে এলেন না রাজীব কুমার, বন্ধ ফোন

কলকাতাঃ শনিবার সকাল দশটায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের। কিন্ত তিনি এদিন এলেন না। এদিকে তাঁর খোঁজে রাতভর তল্লাশি চালাল সিবিআই। সম্ভাব্য যে সমস্ত জায়গায় প্রাক্তন নগরপাল থাকতে পারেন সেই সময় জায়গায় খোঁজখবর চালানো হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দরেও ইতিমধ্যে নজরদারি চালানো শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। যোগাযোগ করা হয়েছে অভিভাসন দফতরের সঙ্গেও। যাত্রীদের নামের তালিকাও কোনও সন্দেহভাজন নাম থাকলেই সিবিআইকে জানানোর জন্যে বলা হয়েছে।শুক্রবারই রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয় আদালত। এরপরেই রাজীব কুমারের কাছে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তাঁর সঙ্গে দেখা না হলেও আজ শনিবার সিবিআই দফতরে তাঁকে হাজিরা দেওয়ার জন্যে নির্দেশ দেয় সিবিআই। সূত্রের খবর, শুক্রবারের পর থেকে কোনও খোঁজ নেই রাজীব কুমারের। তাঁর ফোন বন্ধ। এমনকি তাঁর দেহরক্ষীরও ফোন বন্ধ। ফলে রাজীবের সঙ্গে কোনও যোগাযোগই করে উঠতে পারছেন না সিবিআই আধিকারিকরা। এরপরেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। কার্যত সম্ভাব্য যে সমস্ত জায়গাগুলিতে নগরপাল থাকতে পারেন সেখানে সাদা পোশাকে তল্লাশি চালান তদন্তকারীরা, এমনটাই সিবিআই সূত্রে জানা গিয়েছে। কিন্তু সেখানেও ব্যর্থ হন তদন্তকারীরা। ফাইল ছিত্র।