মালদা

সেবা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ টাকার বিনিময় খাবার প্রদান

হক জাফর ইমাম, মালদাঃ ‌সেবা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ টাকার বিনিময় পথচলতি মানুষকে দুপুরের খাবার প্রদান করার আয়োজন করা হয় মালদা শহরের রথবাড়ি মরের রাস্তার ধারে। শনিবার দুপুরে সংস্থার তরফ থেকে প্রায় তিন শতাধিক মানুষকে পাঁচ টাকার বিনিময়ে খাদ্য প্রদান করেন।সেবা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সুপ্রিয় দাস সংবাদমাধ্যমকে জানান আমরা কিছু বন্ধু বান্ধব ও বান্ধবী মিলে এই সংস্থাটি তৈরি করেছি। আমাদের সংস্থা একেবারেই নতুন। আমরা দেখেছি শহরে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে কেউ ডাক্তার দেখাতে কেউ হাসপাতালে চিকিৎসা করতে বিভিন্ন কাজে আসেন, তার মধ্যে কিছু গরিব মানুষ আসেন পয়সার জন্য দুপুরের খাবার টুকু খেতে পারেন না। তাই আমরা বন্ধু বান্ধবী মিলে ঠিক করেছি পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাওয়া দেওয়ার কথা আজ প্রথম আমরা পাঁচ টাকার বিনিময়ে তিন শতাধিক মানুষকে খাবার প্রদান করলাম। আমরা চেষ্টা করছি ভবিষ্যতে এই ভাবেই পাঁচ টাকার বিনিময়ে সাধারণ মানুষকে দুপুরের খাবার দিতে পারি। আমাদের সদস্যদের মধ্যে যদিও এটা কঠিন তবুও যতটুকু সম্ভব হয় করার চেষ্টা করছি। যদি কোন সংস্থা থেকে বা কোন ব্যক্তি এই কাজের জন্য ডোনেশন আমাদের দেন তাহলে আমাদের এই কাজ করতে আরও সুবিধা হবে।