কলকাতা

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকছে উল্টোডাঙা উড়ালপুল

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রবিবার বন্ধ থাকছে উল্টোডাঙা উড়ালপুল। যারফলে সারাদিন ওই ব্যস্ত উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ থাকবে স্বাভাবিক নিয়মেই। এদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ’র পক্ষ থেকে। উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার অঙ্গ হিসেবে বিবিডি (বেঙ্কেলম্যান বিম ডিফ্লেক্সন) টেস্ট হবে। ডেক স্ল্যাব ও কংক্রিটের মধ্যে ভাইব্রেশন খতিয়ে দেখা হবে এই পরীক্ষার মাধ্যমে। দিল্লির আইটিএল কোটেক্স সমীক্ষক সংস্থা বিবিডি টেস্টটি করবে বলেও জানা গিয়েছে। সপ্তাহের অন্যান্য কর্মদিবসে যান চলাচলে ব্যস্ত থাকে উল্টোডাঙা উড়ালপুল। কিন্তু রবিবার অফিস-কাছারি সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বন্ধ থাকে বলে এই উড়ালপুলে ভিড় সপ্তাহের অন্যান্য দিনগুলির তুলনায় কম থাকে। তাই স্বাস্থ্য পরীক্ষার দিন হিসেবে আজকের দিনটিকে বেছে নেওয়া হতে পারে বলেও রয়েছে খবর। জানা গিয়েছে, রবিবার সারাদিন উড়ালপুলের দু’টি লেনেই যান চলাচল বন্ধ থাকবে। তাই গাড়িগুলিকে উল্টোডাঙার হাডকো মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।