বিদেশ

হংকংয়ের প্রধানের পদ থেকে ক্যারি ল্যামকে সরাতে পারে চিন সরকার

হংকংয়ের প্রধানের পদ থেকে সরানো হতে পারে ক্যারি ল্যামকে। তাঁর স্থানে নিয়োগ করা হতে পারে অন্তর্বর্তিকালীন কোনও চিফ এক্সিকিউটিভকে। চলতি বছরের জুন মাস থেকে হংকংয়ে চলতে থাকা গণতন্ত্রপন্থীদের আন্দোলনকে বাগে আনতে না পারার কারণেই হয়ত এই সিদ্ধান্ত নিতে পারে চিন সরকার। সূত্রের খবর, চিনের প্রেসিডেন্ট আগামী বছরের মার্চের মধ্যে ল্যামকে পদ থেকে সরাতে পারেন। সেই ক্ষেত্রে নতুন প্রশাসনিক প্রধানের মেয়াদকাল হবে ২০২২ সাল পর্যন্ত। এই মুহূর্তে ল্যামের পরবর্তী হিসাবে চিনের পছন্দের তালিকায় রয়েছেন হংকংয়ের প্রাক্তন অর্থনৈতিক বিষয়ক আধিকারিক নরম্যান চ্যান, প্রশাসনের বর্তমান মুখ্য সচিব তথা প্রাক্তন অর্থনৈতিক সচিব হেন্রি ট্যাঙ।