শনিবার থেকে সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশন থেকে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন, পূর্ব রেলওয়ের পক্ষ থেকে। হাওড়া ডিভিসানের পক্ষ থেকে জানানও হয়েছে স্টেশন চত্বর জুড়ে চলবে রক্ষণাবেক্ষণের কাজ, সেই কারণেই টানা ৩ দিন বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। শুধুমাত্র লোকাল ট্রেনই নয়, যাত্রাপথেরও বদল করা হয়েছে বেশ কিছু দুরপাল্লার ট্রেনের। এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। হাওড়া ডিভিশনের পক্ষ থেকে জানানও হয় চলবে নন-ইন্টারলকিং-সহ একাধিক কাজ। রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল হচ্ছে একাধিক ট্রেন, তার জন্যই রেলের পক্ষ থেকে সমস্ত যাত্রীদের কাছে সহযোগিতার আবেদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানও হয়েছে, বাতিল হতে চলেছে শিয়ালদহ-বারুইপাড়া লোকাল, কর্ড লাইনে তিন জোড়া হাওড়া-বর্ধমান, দু’জোড়া হাওড়া-মসাগ্রাম, দু’জোড়া হাওড়া-চন্দনপুর এবং একটি করে হাওড়া-গুড়াপ এবং হাওড়া-বারুইপাড়া লোকাল। মেন লাইনেও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে এক জোড়া হাওড়া-মেমারি, তিন জোড়া হাওড়া-ব্যান্ডেল এবং এক জোড়া হাওড়া শেওড়াফুলি লোকাল। শুধুমাত্র ট্রেন বাতিল নয়, বেশ কিছু দুরপাল্লার ট্রেনও ঘুরপথে করা হয়েছে। তালিকায় রয়েছে লকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট, কলকাতা-অমৃতসর, কলকাতা-আমদাবাদ, কলকাতা-পটনা গরিবরথ এবং কলকাতা-সীতামঢ়ী এক্সপ্রেস, শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং শিয়ালদহ-অজমের এক্সপ্রেস।