কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তিতে আলোক ধ্বনিতে সাজানো হাওড়া ব্রিজ। ৬৫০টি এলইডি আলোয় আলোকিত ব্রিজটির ধ্বনি শুনতে হলে যেতে হবে মিলেনিয়াম পার্কে। ২.৫ মিনিটের শো। তবে শীঘ্রই একটি অ্যাপ আসবে, যে অ্যাপের মাধ্যমে মিউজিক ডাউনলোড করে ব্রিজের আশপাশে যে কোনও জায়গা থেকে উপভোগ করা যাবে হাওড়া ব্রিজকে।