হক জাফর ইমাম, মালদা: বাৎসরিক সাধারণ সভাকে ঘিরে উত্তাল হয়ে উঠল পুরাতন মালদার আদীনার হিমঘর সভাকক্ষ। জানা গিয়েছে এই বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু হিমঘর সদস্যকে অন্ধকারে রেখে জমি কেনার বিষয়ে দুর্নীতি হয়েছে এবং সে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্যই আজকে এই বার্ষিক সাধারণ সভায় হিম ঘর কর্তৃপক্ষ আগত হিমঘর সদস্যদের শান্ত করার চেষ্টা করে কিন্তু বেশকিছু সদস্যরা এই বার্ষিক সভায় প্রতিবাদ করে যে তাদের হিমঘরের জন্য যে চতুর্থ ইউনিটের জন্য যে জায়গা কিনা হয়েছে সে জায়গার বিষয়ে রেজুলেশন না করেই পাঁচগুণ বেশি দাম দিয়ে জায়গা কেনা হয়েছে এবং অনেক সদস্যকে আজকের এই সাধারণ সভায় আসতে মানা করা হয় হিমঘর কর্তৃপক্ষ থেকে । বেশ কিছু সদস্য জানায় যে আজকের সাধারণ সভায় না আসলেও তাদের উপহারসামগ্রী বাড়িতে পৌঁছে যাবে অর্থাৎ যাতে করে এই প্রতিবাদী সদস্যরা সাধারণ সভায় না আসে কিন্তু কিছু প্রতিবাদী সদস্যদের অভিযোগ বহিরাগ কিছু লোকজন এনে নিজেরা হাত তুলে ভোট প্রক্রিয়া করে এবং তারা বলে যে তাদের পুরাতন কর্তৃপক্ষ মেজরিটি পাস হয়ে গেছে ,এই বলে বাকি সদস্যদের বার্ষিক সাধারণ সভা কক্ষ থেকে বের করে দেওয়া হয় একই অভিযোগ তুলেন আদিনা হিমঘরের পুরনো সদস্য তথা পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান বিশ্বনাথ শুকুল মহাশয় ,তিনি অভিযোগ করেন যে এই হিমঘরে কর্তৃপক্ষ নিজের ইচ্ছা মতন স্বজন পোষণ করছে এবং সদস্যদের অন্ধকারে রেখে বিভিন্ন দুর্নীতির কাজে তারা যুক্ত হয়েছে তাই আজকের এই সাধারণ সভা তারা মানছে না এবং এর প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান । পাশাপাশি আজকের এই বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকরা সাধারণ সভা কক্ষে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং শোভাকক্ষে ঢুকতে দেওয়া হয়নি। সভাশেষে দুর্নীতির অভিযোগের ভিত্তিতেওই হিম ঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে করা হলে তারা কোনো কথা বলতে চাননি।