দেশ

১৬ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল

তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আগামী ১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে শপথ নেবেন তিনি ৷ আজ উপ-রাজ্যপাল অনিল বায়জলের সঙ্গে দেখা করেছেন কেজরিওয়াল। তবে, শপথ অনুষ্ঠানে অতিথি হিসাবে কে কে উপস্থিত থাকবেন, তা এখনও জানা যায়নি। ৭০টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পেয়েছে ৬২টি আসন, বিজেপি-র ঝুলিতে ৮টি আসন ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লির জনতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তারা আর আচ্ছে দিনের ভরসায় নেই৷ তাই কেজরিওয়ালের উপরই দিল্লির উন্নয়নের দায়িত্ব দিয়েছে। দিল্লি নির্বাচনে বিপুল জয়ের পর থেকেই একের পর এক নেতা-নেত্রী শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন কেজরিওয়ালকে ৷ কাল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অধীররঞ্জন চৌধুরি- জয় ঘোষণার আগেই ফোন করে শুভেচ্ছা জানান দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৷ চূ়ড়ান্ত ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দিল্লি নির্বাচনে জয়ের জন্য কেজরিওয়ালকে শুভেচ্ছা বার্তা জানান টুইটের মাধ্যমে ৷