জেলা

২৪-০ ব্যবধানে বিজেপিকে হারিয়ে নৈহাটি পুরসভা তৃণমূলের দখলে

উত্তর ২৪ পরগনার জেলাশাসকের অফিসে আস্থা ভোট বিজেপিকে হারিয়ে নৈহাটি পুরসভার নিরুঙ্কুশ জয় পেল তৃণমূল।  ২৪-০ ব্যবধানে বিজেপিকে হারাল তৃণমূল। তৃণমূল দাবি জানিয়ে আসছিল তাঁদের সঙ্গেই রয়েছে সিংহভাগ কাউন্সিলর। তাই আস্থা ভোটে তাঁদের জয় স্রেফ সময়ের অপেক্ষা। সেইমতোই ২৪-০ ব্যবধানে বিজেপিকে হারিয়ে ফের নৈহাটি পুরসভা দখল নিল তৃণমূল। এই জয়ের পর পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, বিজেপি এতদিন জোর রে উন্নয়ন স্তব্ধ করে রেখেছিল। আমরা সেই উন্নয়নমূলক কাজ ফের শুরু করব।