মুম্বইঃ করোনা ভাইরাসের আতঙ্কে আপাতত বন্ধ করা হল মুম্বইয়ের ওখার্ড হাসপাতাল। এই হাসপাতালের তিন জন ডাক্তার এবং ২৬ জন নার্সের করোনা ধরা পড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই হাসপাতালটিকে আপাতত বন্ধ রাখা হল বলে জানানো হয়েছে। মুম্বইয়ের ওখার্ড হাসপাতালকে দেশের মধ্যে কোভিড-১৯ এর অন্যতম হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।