পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘অগ্নি ২’ ক্ষেপণাস্ত্রের রাতের পরীক্ষায় সাফল্য পেল ভারত৷ শনিবার ওডিশা উপকূলে বালেশ্বরে ডা আব্দুল কালাম দ্বীপে সফল ভাবে পরীক্ষা করা হয় অগ্নি ২ ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রটি৷ অর্থাত্, রাতের অন্ধকারেও অগ্নি ২ শত্রুপক্ষকে টার্গেট করার ক্ষমতা রাখে৷