মালদা

এইডস আক্রান্ত রোগীর আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য এলাকায়

হক জাফর ইমাম, মালদাঃ এইডস আক্রান্ত রোগীর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা হবিবপুর থানার আগ্রা-হরিশচন্দ্রপুর গ্রামে। শোওয়ার ঘরে কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করেছে মালদা হবিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ব্যক্তির নাম অমল মধু (২৮)।  তার স্ত্রী জবা মধু এবং তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে এই মারণ রোগে আক্রান্ত হয়েছিল ওই ব্যক্তি। চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে মানসিক অবসাদগ্রস্ত থেকে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মৃতের এক মাসে রিমারানি অধিকারী জানিয়েছেন, অমল মধু’র এইডস রোগে আক্রান্ত হওয়ার পর অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলো না। টাকা জোগাড় করতে  তার স্ত্রী জবা মধু ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। কয়েকদিন আগে সে ফিরে আসে। সামান্য কিছু টাকা জোগাড় হওয়ার পর তার চিকিৎসা শুরু হয়। কিন্তু দিনের দিন শারীরিক অবনতি হতে শুরু করে অমলের । আর এই অবসাদ থেকে এদিন বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে সে।পুলিশ জানিয়েছে,  ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে।