দেশ

এবার মেরঠ-এর নাম বদলে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামে নামকরণ করতে চায় যোগী সরকার

মেরঠের নাম বদল করতে চাইছে যোগী আদিত্যনাথ সরকার। নতুন নাম প্রস্তাব করেছে উত্তরপ্রদেশ সরকার। প্রস্তাবিত নাম পণ্ডিত নাথুরাম গডসে নগর। ইতিমধ্যেই নাম বদলের প্রস্তাবে জেলাশাসকের অনুমতি চেয়েছে রাজ্য সরকার। রাজস্ব বোর্ড জেলা শাসকের প্রতিক্রিয়া চেয়েছে এই বিষয়ে। জেলাশাসকের কাছে চিঠিতে বলা হয়েছে হাপুরের নাম বদল করে মহন্ত অবৈধনাথ নগর ও গাজিয়াবাদের নাম বদলে মহন্ত দিগ্বিজয় নগর রাখা হয়েছে। জানা গেছে, মেরঠের নাম বদলের জন্য চার মাসে তিনবার জেলাশাসকের কাছে প্রস্তাব পাঠিয়েছে যোগী সরকার। উত্তরপ্রদেশ সরকারের দাবি, মেরঠের নাম বদলের জন্য নানা মহল থেকে চাপ আসছে। যার মধ্যে রয়েছে মেরঠের অখিল ভারতীয় হিন্দু মহাসভা। যারা দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছে। সংস্থার সহ সভাপতি অশোক শর্মা বলেছেন, ‘‌আমরা আশাবাদী যোগী সরকার এই দাবি মেনে নেবে।’‌ মহাত্মা গান্ধীর হত্যাকারী দেশদ্রোহী নাথুরাম গডসেকে নিয়ে সম্প্রতি বিতর্ক কম হয়নি।