এলাকায় জলের সমস্যা। এই অভিযোগ জানানো হয়েছিল বিজেপি বিধায়ককে। এটুকুই তাঁর অপরাধ। এই বিষয়টি নিয়ে প্রতিবাদও করেছিলেন তিনি। আসলে জনগণের প্রতিনিধি হয়ে এই সমস্যা তুলে ধরেছিলেন। পরিবর্তে বিজেপি বিধায়কের কাছ থেকে জুটল লাথি ও ঘুসি। আর যাঁকে মারলেন এই বিজেপি বিধায়ক তিনি এনসিপি-র মহিলা নেত্রী। ঘটনার ভিডিও ভাইরাল নেটে। রাজ্য তথা জাতীয় রাজনীতিতেও এই খবর এখন জায়গা করে নিয়েছে। কারণ মহিলা নেত্রীকেই যদি লাথি ও ঘুসি খেতে হয়, তাহলে সাধারণ মানুষ সমস্যা বললে না জানি কি হত! গুজরাটের এই বিজেপি বিধায়কের নাম বলরাম থাওয়ানি। আর এনসিপি নেত্রীর নাম নীতু তেজওয়ানি। রাজনৈতিক প্রতিপক্ষ দলের নেত্রীর সঙ্গে এহেন আচরণ শুধু বিরলই নয়, অমানবিক বলেও মনে করছেন অনেকে। এই ঘটনায় বিজেপি বিধায়কের নামে থানায় অভিযোগও দায়ের হয়েছে। গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
Related Articles
ক্যাম্পাসেই আত্মঘাতী আইআইটি বম্বের প্রথম বর্ষের পড়ুয়া
আত্মঘাতী আইআইটি বম্বের প্রথম বর্ষের পড়ুয়া। জানা গিয়েছে, মৃতের নাম দর্শন সোলাঙ্কি(১৮)। সে আহমেদাবাদের বাসিন্দা। গতকাল, রবিবার ক্যাম্পাসেরই একটি বহুতলের সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় সে। সে মাত্র তিন মাস আগেই মেকানিকাল বিভাগে বি-টেক-এর ছাত্র হিসেবে ভর্তি হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অযোধ্যায় রামমন্দির নিয়ে পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
আর একের পর রামমন্দির উদ্বোধন ৷ রাত আগে রামজন্মভূমি ও রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবার স্ট্যাম্প প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ৷ বৃহস্পতিবার অযোধ্যায় রামমন্দির নিয়ে ছ টি স্ট্যাম্প প্রকাশ করলেন তিনি ৷ এছাড়া বিশ্বের ২০টি দেশে রামকে কেন্দ্র করে প্রকাশিত স্ট্যাম্পের একটি সংগ্রহ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি।
বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন !
বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন লাগে। ঘটনাটি ঘটে অসমের কাছার জেলার বিহারা রেল স্টেশনের অদূরে। এই ট্রেনটি শিলং থেকে তিনসুকিয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনের স্লিপার ক্লাসের চাকায় আগুন লেগে গিয়েছিল। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান রেল পুলিশ এবং স্টেশনের কর্মীরা। সঙ্গে সঙ্গে আগুন নেভাোর কাজে হাত […]