রবিবার সবরমতী হস্টেলে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন জেএনইউয়ের ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ। তাঁর মাথায় ১৬ টি সেলাই হয়েছে, হাতে প্লাস্টার। মঙ্গলবার তাঁর বিরুদ্ধেই মামলা করল দিল্লি পুলিশ।তাঁর সঙ্গে আরও ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঐশীর বিরুদ্ধে এফআইআর-এর তীব্র নিন্দা করেছেন বিশিষ্ট গীতিকার ও কবি জাভেদ আখতার। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘ছাত্র সংসদের সভানেত্রীর বিরুদ্ধে কেন পুলিশ এফআইআর করল, কিছুতেই বুঝতে পারছি না।’ অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুচরিতা সেন অভিযোগ দায়ের করেছেন।