দেশ

করোনা ভাইরাসে আক্রান্ত একই ব্যাটেলিয়নের ১২২ জন সিআরপিএফ জওয়ান

করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৮জন সিআরপিএফ জওয়ান। প্রত্যেকেই একই ব্যটিলিয়নেরই। তাঁরা একসাথে পূর্ব দিল্লির একটি ক্যাম্পে ছিলেন। এই নিয়ে এই ব্যটেলিয়নেই মোট আক্রান্ত হলেন ১২২ জন জওয়ান।পাশাপাশি অন্য ব্যাটেলিয়ন মিলিয়ে দেশে মোট ১২৭ জন সিআরপিএফ জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে এবং এক জওয়ান সুস্থ হয়ে গিয়েছেন। সিআরপিএফ তরফেও নির্দেশ দেওয়া হয়েছে, সব ব্যাটেলিয়নের গাড়িতে স্যানিটাইজার মেশিন লাগাতে হবে।