দেশ

করোনা ভাইরাসের আতঙ্কে বন্ধ করা হল মায়ানমার সীমান্ত

করোনা আতঙ্কের কথা মাথায় রেখে মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করল ভারত ৷ বিশ্বজুড়ে যে গতিতে কোরোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷ প্রকাশ করা ওই রিপোর্টে বলা হয়েছে চিনের বাইরে মোট ১০৪ টি দেশে ছড়িয়েছে করোনার সংক্রমণ ৷ ভরতে দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ ৷ এখনও পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণের হদিশ মিলেছে ৷ সমস্ত বিমানবন্দর গুলিতে জারি করা হয়েছে কড়া সতর্কতা ৷ করোনা প্রতিরোধের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, “পরবর্তী নির্দেশিকা না প্রকাশ হওয়া পর্যন্ত গেট নম্বর ১ ও ২-সহ মায়ানমারের সঙ্গে সমস্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে৷”