তেলঙ্গনাঃ আজ দুপুরে তেলঙ্গনার কাচিগুডা স্টেশনে মুখোমুখি সংঘর্ষ হল দুটি যাত্রীবোঝাই ট্রেনের। এপর্যন্ত ১০ জনের জখম হওয়ার খবর মিলেছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটি লোকাল এবং আরেকটি দূরপাল্লার ট্রেন। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দূরপাল্লার ট্রেনের ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ে লোকাল ট্রেনটি। এই দুটি ট্রেনের মুখোমুখি সংর্ঘষ হয়। এই মুখোমুখি সংর্ঘষ লিগামপল্লী-ফালাকনুমা ট্রেনের ৩ টি কোচ এবং কর্নুল সিটি-সেকান্দারবাদ হুন্ড্রি এক্সপ্রেসের ৪ টি কোচ ট্রেনচ্যুত হয়। চলছে উদ্ধার কাজ ।