আজ ভোরে উপত্যকার ঘুম ভাঙে সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ের শব্দে। এদিন সকালে সেখানের গান্দেরবাল এলাকায় গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালেই জঙ্গিদের পাকড়াও করতে অভিযান চালায় সেনা। আর তখনই গান্দেরবালের কুলান গ্রামে চল রক্তক্ষয়ী লড়াই। একটি বাড়ির ভিতরে জঙ্গিরা লুকিয়ে থেকে সেনাকে তাক করে গুলি চালাতে থাকে । অন্যদিকে, পাল্টা জবাব দেয় সেনাও। দুই তরফের যুদ্ধে নিকেশ করা হয় ২ কুখ্যাত জঙ্গিকে। আজকের লড়াইয়ে এক সেনা অফিসারের আহত হওয়ার খবর এসেছে।