দেশ

কুলগামে সেনার সঙ্গে সংঘর্ষে খতম ৩ জঙ্গি

ফের আজ সকাল থেকে গোলাগুলির সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। এদিন সকালে কুলগাম জেলার লোয়ারমুন্ডায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর গোপন সূত্রে পেয়ে অভিযান চালিয়েছিল সিআরপিএফ–এর ১৮ নম্বর এবং ২৪ নম্বর ব্যাটেলিয়ন, রাষ্ট্রীয় রাইফেলস্‌ এবং জম্মু–কাশ্মীর পুলিশ। কাশ্মীর জোনের পুলিশ টুইটারে বিবৃতি দিয়ে জানিয়েছে, লোয়ারমুন্ডার ওই অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছিল বাহিনী। সেসময় জঙ্গিরা তাদের উপর গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনী। সকাল থেকে চলা সংঘর্ষ শেষে তিন জঙ্গি নিকেশ হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এক জঙ্গির দেহও উদ্ধার হয়েছে। তবে আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা জানতে এলাকা এখনও ঘিরে রেখে চলছে চিরুনি তল্লাশি। জঙ্গিদের পরিচয় এবং তারা কোন জঙ্গি গোষ্ঠীর তা জানার চেষ্টা চলছে।