দেশ

ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীকে চিঠি সোনিয়ার

করোনা ভাইরাসের লকডাউনে ভীষণভাবে ক্ষতি হচ্ছে দেশের ক্ষুদ্র ও মাধারি শিল্পোদ্যোগগুলি। এইগুলিই ভারতের অর্থনীতির লাইফলাইন বলা চলে। সেগুলিতে যাতে ক্ষতি কম হয় তার জন্য পরামর্শ গিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলির পুনরুজ্জীবনের জন্য ১ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করার পরামর্শ দিয়েছেন সোনিয়া গান্ধী। এছাড়াও ১ লক্ষ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ফান্ড তৈরির পরামর্শও দিয়েছেন তিনি। তৃতীয় পথ হিসেবে তিনি লিখেছেন আরবিআইয়ের নির্দেশিয়া যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করতে হবে যাতে এই শিল্পগুলিকে আর্থিক সহায়তা পেতে অপেক্ষা করতে না হয়। চতুর্থ পরামর্শ হিসেবে সোনিয়া গান্ধী লিখেছেন এই শিল্পগুলি এই কঠিন পরিস্থিতিতে কীভাবে কাজ করবে তার দিক নির্দেশ করার জন্য সরকারের উচিত একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা।