গুজরাতে করোনায় মৃত্যু হল বর্ষিয়ান কংগ্রেস নেতা বদরুদ্দিন শেখের। বয়স হয়েছিল ৬৭ বছর। রবিবার আমেদাবাদের এসভিপি হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৮ দিন আগেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গিয়েছে। আজ ট্যুইট করে বদরুদ্দিন শেখের মৃত্যুর খবর জানান কংগ্রেস নেতা তথা গুজরাতের প্রাক্তনমন্ত্রী শক্তিসিং গোহিল। ট্যুইট করে তিনি শোকপ্রকাশ করে জানান, সম্প্রতি ‘বদরুভাই’ আমেদাবাদে দুঃস্থ মানুষদের সাহায্য করতে গিয়েই সংক্রামিত হন।