আজ রাতে ৮ টা ৪৫ মিনিট নাগাদ কংগ্রেস সদর দফতরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করেন চিদাম্বরম । এই বার তার কিছুক্ষন পরে তিনি জোরাবাগে তার বাড়িতে যান । বাড়িতে যাওয়ার পরে পরেই সিবিআই এবং ই ডি বাড়িতে যায় তাকে গ্রেপ্তার করার জন্য । মেইন গেট এবং দরজা বন্ধ থাকায় পাঁচিল টপকে তারা বাড়িতে ঢোকে, সঙ্গে ছিল সিআরপিএফ। ৯ টা ৪৭ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় এবং ১০ টা ১ আনা হয় সিবিআই অফিসে । এর আগে চিদাম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বুধবার সকালেই সুপ্রিম কোর্টে অন্তর্বতী জামিনের আবেদনের জন্য জরুরি ভিত্তিতে শুনানি শুরু করার অনুরোধ করেছিলেন চিদাম্বরম। কিন্তু সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েদিল, লিখিত আবেদনে বেশ কয়েকটি সমস্যা রয়েছে। তাই সেই আবেদনপত্র গৃহীত হবে না। এর আগে একাধিকবার সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য চিদাম্বরমকে উপস্থিতির নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। মঙ্গলবার অনুপস্থিত থাকার পর চিদাম্বরমের বাড়িতে সরাসরি একটি নোটিস দিয়ে আসে সিবিআই। এরপরেই তিনি গ্রেপ্তারি এড়াতে অন্তবর্তীকালীন জামিনের আবেদন করেন। সেই আবেদন প্রথমে খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। তারপর মামলা সুপ্রিম কোর্টে এলে শীর্ষ আদালত আবেদনের ত্রুটি থাকায় তা গ্রহণ করেনি