দেশ

চিঠিতে আয়কর আধিকারিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, রহস্যজনকভাবে নিখোঁজ সিসিডি কর্ণধার!

সোমবার সন্ধ্যা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ বিখ্যাত কফিশপ চেইন ‘ক্যাফে কফি ডে’ সংস্থার কর্নধার ভিজি সিদ্ধার্থ। হারিয়ে যাওয়ার আগে তাঁর প্রিয় কর্মীদের একটি চিঠি লিখেছিলেন দেশের অন্যতম কফি চেইন রেস্তোরাঁ ‘‌ক্যাফে কফি ডে’‌ বা সিসিডি-র প্রতিষ্ঠা ভিজি সিদ্ধার্থ। ম্যাঙ্গালুরু পুলিশের দাবি, শেষবারের মতো তাঁকে দেখা গিয়েছে নেত্রাবতী নদীর ওপর একটি সেতুতে। সেখানেই চালককে গাড়ি থামিয়ে নেমে যান তিনি। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। মঙ্গলবার তদন্তকারীদের হাতে এল নিখোঁজ ভি জি সিদ্ধার্থর লেখা একটি চিঠি। এই চিঠিতে সামনে এসেছে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য! চিঠিতে তিনি নিজের ব্যর্থ ব্যবসা সম্পর্কে উল্লেখ করে লিখেছেন, ‘আমি খুবই দুঃখিত তাঁদের মুশকিলে ফেলার জন্য যাঁরা আমায় ভরসা করেন। নব শিল্পোদ্যোগী হিসেবে

পুরোপুরি ব্যর্থ। আমি অনেকদিন ধরে লড়াই করছি। কিন্তু আজ হার মানছি। কারণ আমাদের এক বেসরকারি শরিক আমায় ক্রমাগত চাপ দিচ্ছে ছয় মাস সম্পন্ন হওয়া একটি চুক্তির শেয়ার কিনতে। শুধু পাওয়াদারের চাপই নয়, ইনকাম ট্যাক্সের প্রাক্তন ডিজি-এর বিরুদ্ধেও তাঁর উপর চাপ সৃষ্টি করা এবং নানা ভাবে হেনস্থার অভিযোগ তুলেছেন সিসিডি কর্ণধার।  তিনই এও লেখেন,  লেনদেন আমি পূর্ণ করেছিলাম এক বন্ধুর কাছ থেকে বিশাল অঙ্কের টাকা ধার নিয়ে। তাছাড়া অন্য ঋণদাতাদের প্রচন্ড চাপও আমি আর নিতে পারছি না। যথাসাধ্য চেষ্টা করেও আমি উচ্চপর্যায়ের শিল্প তৈরিতে ব্যর্থ হয়েছি। ঋণদাতাদের কাছ থেকে চাপ সহ্য করেছি। প্রচুর ধার করেছি। কিন্তু কখনও কাউকে প্রতারণার চেষ্টা করিনি।’‌ তাহলে কি আত্মহত্যা করেছেন ক্যাফে কফি ডে-র কর্ণধার ভি জি সিদ্ধার্থ? যদিও পুলিস সূত্রে দাবি, তেমন কোনও প্রমাণ এখনও পুলিসের হাতে আসেনি।