চিনে ভয়াবহ টাইফুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছে। এছাড়া ঝড়ে অন্তত ১০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। শনিবার তাইওয়ান ও সাংহাই এর মধ্যবর্তী ওয়েনলিংয়ে টাইফুন লেকিমা আঘাত হানে। জরুরি কর্মীরা আটকা পড়া গাড়ি চালকদের উদ্ধারে কাজ করছেন। ঝড়ে গাছপালা ও বিদ্যুতের তার পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ অন্তত এক হাজার ফ্লাইট ও ট্রেইন সার্ভিস বাতিল করেছে। ওয়েনলিং শহরের আড়াই লাখ ও জেজিয়াংয়েল ৮ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।