হক জাফর ইমাম, মালদা: কলেজ ছাত্রীকে অশ্লীল কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার হলেন এক গাড়িচালক। জানা গেছে সেই ছাত্রী তার বান্ধবী দের সাথে টিউশন পড়তে যাচ্ছিলেন চাচোল, সেই হরিশ্চন্দ্রপুর থেকে চাচোল গামী এক মেক্সি ড্রাইভার এর সাথে হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ডে সিটে বসা নিয়ে সেই ছাত্রীর সাথে বিবাদ বাধে, অশ্লীল ভাষায় কথা বলে সেই ড্রাইভার, তারই প্রতিবাদ করেছে ছাত্রী, ছাত্রীর প্রতিবাদ দেখে হরিশ্চন্দ্রপুর বাসী ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দেওয়া হয় ।সেই ড্রাইভার টি কে পুলিশের হাতে তুলে দেয় হরিশ্চন্দ্রপুর এলাকার গ্রামবাসীরা। ছাত্রীর বাবা জানান এরকম রাস্তাঘাটে যদি হয় তাহলে উচ্চশিক্ষা আর মেয়েদেরকে দেওয়াতে পারবো না, আমরা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।