দেশ

জঙ্গি সংগঠনকে আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে বহিষ্কৃত বিজেপি নেতাকে গ্রেপ্তার করল এনআইএ

জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে জম্মু-কাশ্মীরের বিজেপির এক প্রাক্তন নেতাকে গ্রেপ্তার করল এনআইএ। তাঁর বিরুদ্ধে হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদি সংগঠনকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, অভিযুক্ত তারিক আহিমাদ মীর ২০১৪ সালে বিজেপির টিকিটে জিতে সোপিয়ান জেলার ওয়াচি গ্রামের সরপঞ্চ হয়েছিলেন। এমনকী ওই বছরই প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদির প্রচারমঞ্চেও ছিলেন তিনি। যদিও বিজেপির দাবি, ২০১৮ সালে তাঁকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে তারিকের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছে গেরুয়া শিবির।প্রসঙ্গত, দাভিন্দরের সঙ্গেই মুজাহিদিনের সদস্য নাভেদ বাবুকেও গ্রেপ্তার করা হয়। তাকে জেরার করার সময়ই তারিকের নাম উঠে আসে। সেই পুলিশকে জানায় সন্ত্রাসবাদি সংগঠনকে বন্দুক, গুলির যোগান দেয় তারিক। পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার তারিককে আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ৬দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত জানুয়ারি মাসেই হিজবুলের শীর্ষ নেতাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার সময় গ্রেপ্তার হন দাবিন্দর। ওই ঘটনার তদন্তে নেমে হিজবুল সদস্য নাভিদ বাবুকে গ্রেপ্তার করে পুলিস। এই নাভিদই তদন্তকারী আধিকারিকদের কাছে তারিকের নাম বলে। জেরায় নাভিদ জানায়, তারিক তাদের অস্ত্র সরবরাহ করত। এরপরেই তদন্তে নেমে তারিককে গ্রেপ্তার করে এনআইএ।