কলকাতা

জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে প্রথম কলকাতার শ্রীমন্তী

সর্বভারতীয় JEE মেইন ২০২০-র ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই প্রথমবার প্রতিটি রাজ্যের টপারের নামের তালিকা প্রকাশ করেছে NTA। সেই অনুযায়ী, JEE মেইন ২০২০ পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছেন কলকাতার দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী শ্রীমন্তী দে। কিন্তু, সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হওয়ার খুশির থেকেও তাঁর কাছে বড় হয়ে উঠেছে একটি টানাপোড়েন । তা হল WBJEE না ফিজিক্স অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ড? কারণ, শ্রীমন্তীর কাছে গুরুত্বপূর্ণ এই দুটি প্রতিযোগিতা তথা পরীক্ষা ৷ কিন্তু দুটি পরীক্ষায় একই দিনে হওয়ার কথা । সব মিলিয়ে বেশ ধন্দেই রয়েছেন বলা যেতে পারে সর্বভারতীয় জয়েন্টে রাজ্যের টপার শ্রীমন্তী । এবার জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় প্রথম স্থানে রয়েছেন ৯ জন। প্রত্যেকে ১০০-য় ১০০ পেয়েছে। এরা হল দিল্লির নিশান্ত আগরওয়াল, গুজরাতের নিসর্গ চাড্ডা, হরিয়ানার দিব্যাংশু আগরওয়াল,অন্ধ্রপ্রদেশের লান্ডা জিতেন্দ্র ও থাডাভর্থি বিষ্ণু শ্রী সাই শংকর, রাজস্থানেরঅখিল জৈন ও পার্থ দ্বিবেদী, তেলেঙ্গনার রঙ্গালা অরুণ সিদ্ধার্থ ও চাগারি কৌশল কুমার রেড্ডি। পরীক্ষায় বসেছিল প্রায় ৮ লক্ষ ৭০ হাজার পরীক্ষার্থী।