কলকাতা জেলা

জুম্মার দিন জেলাশাসকদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের

কলকাতাঃ নাগরিকত্ব সংশোধিত আইনের বিরোধিতার নামে রাজ্যজুড়ে সপ্তাহব্যাপী তাণ্ডবের পর অবশেষে তৎপর হল প্রশাসন। জুম্মার নমাজের পর নতুন করে অশান্তি রুখতে প্রতিটি জেলাকে নির্দেশ দিল নবান্ন। বৃহস্পতিবার নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যসচিব রাজীব সিনহা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।  উল্লেখ্য, গত শুক্রবার জুম্মার নমাজের পর উত্তেজনা ছড়ায় হাওড়ার উলুবেড়িয়ায়। রেল লাইনে নেমে ইঞ্জিন ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। চলন্ত যাত্রীবাহী ট্রেনে ছোড়া হয় পাথর। এর পর একে একে মুর্শিবাদের বিভিন্ন স্টেশনে নাগরিকত্ব সংশোধিত আইনের বিরোধিতার নামে ছড়িয়ে পড়ে হিংসা। ভাঙচুর চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় রেলের একাধিক স্টেশন, কেবিন।