জেএনইউকাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের উপর ‘লাঠিচার্জ’ পুলিশের
জেএনইউ কান্ডে ফের উত্তপ্ত রাজধানী। জওহরলাল নেহরু বিশ্বদ্যালয়ের উপাচার্যকে বরখাস্তের দাবিতে বিক্ষোভে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল খোদ দিল্লি পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি ভবন অভিযানের পরিকল্পনা করেন পড়ুয়ারা। তাঁদের নেতৃত্বে ছিলেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। পড়ুয়াদের অভিযান মাঝপথেই থামিয়ে দেয় পুলিশ। মিছিলে নির্বিকারে লাঠিচার্জেরও অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
মিছিল করে রাষ্ট্রপতি ভবনের দিকে রওনা দেন তাঁরা। পড়ুয়াদের মিছিলে যোগ দেন নাগরিকরাও। মিছিলে যোগ দেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি-সহ নেতৃস্থানীয় বেশ কয়েকজন। কিন্তু, সেই মিছিল কিছুদূর যেতেই রাস্তা আটকায় পুলিশ। পড়ুয়াদের রাষ্ট্রপতি ভবন যাওয়ার পরিকল্পনা ত্যাগ করতে অনুরোধ করা হয়। তাঁরা তা না মেনে পালটা স্লোগান দিতে থাকেন। এরপর পুলিশ পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। এখনও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে দিল্লি পুলিশ সূত্রের খবর।