দেশ

ঝাড়খণ্ডে ক্লাসরুমে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে পড়ুয়ারা

ক্লাসরুমের ভিতর ছাতা মাথায় বসে পড়ুয়ারা। কারণ বৃষ্টির জল ছাদ চুঁইয়ে নিচে পড়ছে। আর সেই অবস্থাতেই ক্লাস করতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা। ঘটনাটি বিজেপিশাসিত ঝাড়খণ্ডের ঘোড়াবান্ধা জেলার মুরেঠাকুরা গ্রামের একটি স্কুলে ঘটেছে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। এই প্রসঙ্গে স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৭০। স্কুলটিকে অন্য ভবনে স্থানান্তরিত করার জন্য ইতিমধ্যে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এদিকে ছাত্ররা জানিয়েছে, বৃষ্টি নামলেই তারা অসুবিধায় পড়ে যায়। এমনকি বৃষ্টির জলে বইখাতা ভিজেও যায়। আর তাই ছাতা আনতে হয়। ওই ছাতা মাথায় দিয়েই চলে ক্লাস।‌