কার্ত্তিক গুহ, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় গিয়ে ক্যাম্প করে লোধা-শবরদের জন্য খোলা হচ্ছে ব্যাংকের পাসবই। অনেক লোধা-শবরদের পাসবই ছিল না। যার ফলে সরকারি সুযোগ সুবিধা পেতে তাঁদের অসুবিধা হচ্ছিল। বিষয়টি নজরে আসে ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ-র। তারপর তিনি উদ্যোগ নেন তাঁদের জন্য ব্যাঙ্কের পাস বই খোলানোর। এদিন জামবনি ব্লকের যমুনাশোল গ্রামে ক্যাম্প করে লোধা-শবরদের ব্যাঙ্কের পাস বই খুলে দেওয়া হয়।
Related Articles
প্রশান্ত কিশোরের নির্দেশ না মানায় বদলি কয়েকজন আইএএসঃ রাহুল সিনহা
তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাহুল সিনহা। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সচিবালয় নবান্ন পরিণত হয়েছে তৃণমূলের পার্টি অফিসে। প্রশান্ত কিশোরের আদেশ না মানার কারণে রাজ্যের কয়েকজন আইএএস অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে। রাহুল আরও অভিযোগ করেন,”প্রশান্ত কিশোর অ্যান্ড কম্পানি এখন শুধুমাত্র তৃণমূল দল পরিচালনা করছে না । তারা সরকারি কার্যালয়ে বসে আইএএস ও আইপিএস অফিসারদের […]
কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি
কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিল সিআইডি । বুধবার রাজ্যের তদন্তকারী সংস্থার চার সদস্যের দল আসে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে। জিজ্ঞাসাবাদ করে তাঁর মেয়ে মৈত্রী দানাকে। উল্লেখ্য, বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি করে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন তিনি। গত ১৫ জুলাই ও ১ অগাস্ট মৈত্রীকে জেরাও […]
শিলিগুড়ি পুরভোটে তৃণমূলকে সমর্থনের ঘোষণা গুরুংয়ের মোর্চার
শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনের কথা ঘোষণা করল বিমল গুরুংয়ের দল গোর্খা জনমুক্তি মোর্চা। এদিন শিলিগুড়ির কাছে দাগাপুরে সাংবাদিক সম্মেলন করে একথা জানান, দলের সাধারণ সম্পাদক রোশন গিরি। শিলিগুড়ি পুরনিগমে বেশ কিছু ওয়ার্ডে ভাল নেপালী ভোটার রয়েছে। এদের মধ্যে কিছুটা হলেও গোর্খা জনমুক্তি মোর্চার প্রভাব রয়েছে। রোশনের দাবি, তাদের কথায় গোর্খা সম্প্রদায়ের ভোট […]