নয়াদিল্লিঃ দিল্লির কাপাশেরা অঞ্চলের এক বহুতলের ৪৪জন বাসিন্দার শরীরে শনিবার কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। গত ১০ দিন আগে তাঁদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। শনিবার একথা জানিয়েছে দিল্লি সরকার। প্রশাসন সূত্রে খবর, গত ১৮ এপ্রিল ওই বহুতলের এক ব্যক্তির শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছিল। সেই দিনই প্রশাসন পুরো পাড়া সিল করে দেয় এবং ২০-২১ এপ্রিল পাড়ার মোট ১৭৫জনের নমুনা সংগ্রহ করে। তাঁদের মধ্যে শনিবার ৬৭জনের রিপোর্ট আসে এবং ৪৪জন পজিটিভ ধরা পড়েন। সংক্রমিতরা সবাই ওই আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। এত দিন পর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আসায় প্রশাসনের আশঙ্কা, সংক্রমিতরা অন্যান্য জায়গায় এর মধ্যে ঘুরে বেড়ালে আরও নতুন করে সংক্রমণের খবর ধরা পড়বে। এদিকে এদিনই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ১৭ তারিখ পর্যন্ত দিল্লির মোট ১১টা জেলাই রেড জোনের আওতায় থাকবে।