গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হলেন ১৮১৩ জন। মৃত্যু হয়েছে ৭১ জনের। ভারতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩১ হাজার ৭৮৭। এঁদের মধ্যে ইতিমধ্যেই ৭ হাজার ৭৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০০৮ জনের। আজ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।