নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সাম্মানিক আজীবন সদস্যপদ দিতে চায় মোহনবাগান। অভিজিতের অপেক্ষায় প্রহর গুণছে কলকাতা। ইতিমধ্যেই তাঁর স্কুল সাউথ পয়েন্ট ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অভিজিত্কে সম্মান জানানোর তোড়জোড় শুরু করেছে। পিছিয়ে নেই মোহনবাগান কর্তারাও। তাঁরা নোবেল জয়ীকে সাম্মানিক আজীবন সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই বাগান কর্তারা নিজেদের ইচ্ছার কথা অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। অভিজিতের কাছ থেকে সময় চেয়েছেন সবুজ-মেরুন কর্তারা। তিনি সময় বের করতে পারলেই ওই দিনে অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেবে মোহনবাগান। অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হবে সাম্মানিক আজীবন সদস্যপদ কার্ড।
Related Articles
আজ থেকে শুরু উচ্চমাধ্য়মিক, তাই অবরোধ করছে না SFI
আজ থেকে শুরু হল রাজ্যের উচ্চ মাধমিক পরীক্ষা। তাই রাস্তা অবরোধ করছে না বাম ছাত্র সংগঠন ৷ ধর্মঘট নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন এসএফআইয়ের সদস্যরা। এই বছর পরীক্ষায় অংশ নিচ্ছে 5 লাখ 8 হাজার 413 জন পরীক্ষার্থী। সকাল 10টা থেকে শুরু পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বেলা 1টা 15 নাগাদ। তবে সকাল ন’টা থেকে সকল পরীক্ষার্থীকে […]
কুন্তল ঘোষের মামলায় বিচারকের তীব্র তিরস্কারের মুখে পড়ল সিবিআই
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। এর আগের শুনানির সময় আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন চার্জশিট সম্পর্কে কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য। নির্দেশ ছিল, তা দিতে হবে পরবর্তী শুনানির দিনে। আজ, শুক্রবার ছিল সেই দিন। আর আজকেই শুনানির সময় বিচারপতির তীব্র তিরস্কারের মুখে পড়ে সিবিআই। আজ বিচারক চার্জশিট নিয়ে কিছু […]
এবার থেকে আন্দোলনের নামে ভাঙচুর লুটপাট রুখতে বিল বিধানসভায়
এবার থেকে আন্দোলনের নামে আর চলবে না ভাঙচুর। লুট, ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা আটকাতে আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার। আইন সংশোধন করে সরকারি সম্পত্তির পাশাপাশি নাগরিকদের সম্পত্তিহানি আটকানোর উপরেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার ১৯৭২ সালের মেন্টেন্যান্স অফ পাবলিক অর্ডার আইনের একটি সংশোধনী বিল আনা হয় বিধানসভায়। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বিলটি পেশ করে বলেন, […]