মালদা

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মালদায় ৩৭ তম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা

হক জাফর ইমাম, মালদা: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ৩৭ তম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। এই মর্মে সোমবার সকালে শহরজুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। বৃন্দাবনী ময়দান থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে। এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় মালদা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিল। প্রভাতফেরী শেষে ৩৭ তম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অতিথি বরণ, উদ্বোধনী অনুষ্ঠান, প্রদীপ প্রজ্জ্বলন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, অবর বিদ্যালয় পরিদর্শক সুনিতি সাফুই সহ অন্যান্যরা। জানা গেছে এবার প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। খেলার মান উন্নয়নে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বার্ষিক শিশু ক্রীড়া কমিটির সদস্যরা।