জম্মু–কাশ্মীর ইস্যুতে এবার পাকিস্তানকে মুখের উপর উপযুক্ত জবাব দিল ভারত। ‘আর্থিক সঙ্কটের বিরুদ্ধে লড়াই করা পাকিস্তানে সন্ত্রাসবাদের ডিএনএ রয়েছে’, প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী অনন্যা আগরওয়াল বলেন ওই কথা। তিনি আরও বলেন যে, ‘পাকিস্তান ক্রমশই ভিতরে ভিতরে ক্ষয়ে যাচ্ছে। পাকিস্তান একটি রাষ্ট্র হিসাবে সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়েছে। এমনকি পাকিস্তানের অর্থনীতি এবং উগ্র সমাজও সন্ত্রাসবাদের কবলে পড়ে ক্ষয়িষ্ণু হয়ে গেছে।’ পাকিস্তানের এই অবনমনের কারণও হল সন্ত্রাসবাদ, যা ওদের মজ্জায় প্রবেশ করেছে বলেই মনে করেন ভারতের ওই প্রতিনিধি। অনন্যা আগরওয়াল আরও বলেন, ‘পাকিস্তান যেভাবে ইউনেস্কোর মঞ্চকে অপব্যবহার করতে চেয়েছে, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে এবং খারাপ ধরণের রাজনীতি করেছে আমরা তাঁর নিন্দা জানাই।’ পাকিস্তান চরমপন্থী মতাদর্শ এবং উগ্রপন্থা থেকে শুরু করে সন্ত্রাসবাদের অন্ধকারে আছন্ন– কাশ্মীর প্রসঙ্গে প্রতিবেশী দেশকে এভাবেই কড়া জবাব দেন ভারতের প্রতিনিধিরা।
Related Articles
রাজ্যসভা থেকে বরখাস্ত তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন
রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে৷ শীতকালীন অধিবেশন চলাকালীন আর সংসদে যোগ দিতে পারবেন না তিনি৷ এদিন উত্তপ্ত বাদানুবাদের মাঝেই ডেরেককে রাজ্যসভা থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার নিদান দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷ গত বুধবার সংসদ অধিবেশন চলাকালীন লোকসভার ভিতরে দর্শকাসন থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি৷ অন্যজন ওড়ান হলুদ ধোঁয়া৷ গোটা চত্বরে হুলস্থূল কাণ্ড […]
কর্ণাটকে বাজেয়াপ্ত ই-সিগারেট, গ্রেফতার ৫
কর্ণাটকে অভিযান চালিয়ে উদ্ধার করা হল ই সিগারেট ও বিধিসম্মত সতর্কীকরন ছাড়া বিক্রি হওয়া সিগারেট। প্রায় ১.৫ লক্ষের ২৭৩ টি ই সিগারেট এবং ৫.৩ লক্ষ টাকার বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে। মোট ৬ লক্ষ ৮০ হাজার টাকার সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে ম্যাঙ্গালুরু থানার পুলিশ।
অসমে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল আদানি গ্রুপ
মঙ্গলবার অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম ২.০ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট ২০২৫-এ উপস্থিত হয়ে দেশের শীর্ষস্থানীয় ধনকুবের এবং শিল্পপতি গৌতম আদানি বড় ঘোষণা করেন। তিনি এদিন জানান যে অসমে বিমানবন্দর, শহর, নগর গ্যাস বন্টন ব্যবস্থা, পরিবহন, সিমেন্ট ও সড়ক প্রকল্প মিলিয়ে মোট ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। অসমের পরিকাঠামোর উন্নয়নে এই বিনিয়োগ করা […]