বিদেশ

পাকিস্তানে চলন্ত ট্রেনে অগ্নিকান্ড, মৃত ৬৫ জন যাত্রী

পাকিস্তানের ট্রেনে আগুন লেগে মর্মান্তিক দুর্ঘটনা। আগুন লাগে পাকিস্তানের এক্সপ্রেস ট্রেনে। আজ সাতসকালে ঘটনাটি ঘটেছে করাচি–রাওয়ালপিণ্ডি তেজগাম এক্সপ্রেসে। ঘটনাস্থল লিয়াকতপুরের কাছে রহিম ইয়ার খান। সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত ৬৫ জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এদিন সকালে চলন্ত ট্রেনের একটি কামরায় আচমকাই আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। দাউদাউ করে আগুন জ্বলা অবস্থায় লাইন ধরে ছুটছিল ট্রেনটি। পরে চালক ও গার্ডের নজরে আসে ঘটনাটি। তখনই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের ট্যাঙ্ক ফেটে গিয়ে এই বিপত্তি। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় ট্রেনের একটি কামরায়। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে আরও দুটি কামরায়। পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আহমেদ জানিয়েছেন, রান্না করার স্টোভ বিস্ফোরণে এই দুর্ঘটনা। এই সময় যাঁরা রান্না করছিলেন তাদের কাছে তেলও ছিল। সেই তেলে আগুন আরও ছড়িয়ে পড়ে।