কলকাতা

প্রধানমন্ত্রীর সফরসূচিতে বদল, রাজ্যে এসে ধ্যানে বসবেন মোদি, রাত কাটাবেন বেলুড় মঠে

বিকেল ৪টের বদলে ৩:৩০ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে

ফাইল চিত্র।

আজ, শনিবার দু’দিনের সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ মুহূর্তে তাঁর সফরসূচিতে বেশ কিছু বদল করা হয়েছে। বিকেল ৪টের বদলে ৩:৩০ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে তাঁর বিশেষ বিমান। তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে হাজির থাকবেন রাজ্যের মন্ত্রী তথা মহানাগরিক ফিরহাদ হাকিম। নির্দিষ্ট সময়ের ৪০ মিনিট আগে প্রধানমন্ত্রীর আগমন হওয়ায় এদিনের তাঁর সব কর্মসূচিরই সময় এগিয়ে আনা হচ্ছে। অন্যদিকে, এদিন রাতে রাজভবনে থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, রাজভবনের বদলে বেলুড় মঠে থাকবেন তিনি। আগামীকাল সকালে বেলুড় মঠে স্বামীজীর মূর্তির সামনে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী।

কলকাতা বিমানবন্দরে রাজ্য সরকারের তরফে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে বঙ্গ বিজেপির তরফ থেকেও প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হবে। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিমানবন্দরে উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা সহ দুই সাংসদ অর্জুন সিং ও শান্তনু ঠাকুর । অন্যদিকে, বিক্ষোভের আশঙ্কায় প্রতি মুহূর্তে রুট বদল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানা যাচ্ছে, বিক্ষোভের আশঙ্কায় বিমানবন্দর থেকে সেনার হেলিকপ্টারে রেস কোর্সে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিজেপি পাঁচজন সাধারণ সম্পাদক। জানা যাচ্ছে সেখানে থাকবেন রাজু বন্দ্যোপাধ্যায়, সুব্রত চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু ও রথীন্দ্রনাথ বসু।