জেলা

প্রেমিকের সঙ্গে ছক কষেই নরেন্দ্রপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ধৃত মূল চক্রী

দক্ষিণ ২৪ পরগণাঃ পুলিশের বেশে নরেন্দ্রপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল তদন্তকারীরা। জানা গিয়েছে, ঘটনার মূল চক্রী এক যুবতী। তার পরিকল্পনামাফিকই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ডাকাতদল। ইতিমধ্যেই ওই যুবতীকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার দিন গভীর রাতে নরেন্দ্রপুরের নেতাজি নগরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ছয়জনের এক ডাকাত দল। পরিবারের লোকেরা জানান, তিনজনের পরনে ছিল পুলিশের উর্দি, আর বাকি তিনজন ছিল সাধারণ পোশাকে। গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ ৭০ হাজার টাকা, সোনা ও রুপোর গয়না লুট করে দুষ্কৃতীরা। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা চিত্‍কার করতে শুরু করলে শূন্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় ডাকাতরা। তবে একজনকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পিছনে বাংলাদেশী যোগ পায় পুলিশ। এরপর ১৯ আগষ্ট রাতে বাঘাযতীন এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করেই দীপা মজুমদার নামে এক মহিলার হদিশ মেলে। জানা যায়, দীপাই নিয়মিত ওই ব্যবসায়ীর বাড়িতে যেতেন। প্রতিনিয়ত ব্যবসায়ীর বাড়িতে যাতায়াতের ফলে সোনার গয়না-সহ ওই পরিবারের বিভিন্ন মূল্যবান সামগ্রী তার নজরে পড়ে। এরপরই দীপাই বিষয়টি তার প্রেমিককে জানায়। প্রেমিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে রেইকিও করে।