দেশ

ফের কাশ্মীরের গুলির লড়াই, খতম শীর্ষ হিজবুল কম্যান্ডার

নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম শীর্ষ হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকো। মঙ্গলবার রাতভর কাশ্মীরের অবন্তীপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। নিরাপত্তারক্ষীরা জঙ্গিদের ঘিরে ফেলেছিল। বুধবার সকালে সেনার গুলিতে খতম হয় রিয়াজ। জানা গিয়েছে, বুরহান ওয়ানির মতোই জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের শীর্ষ কম্যান্ডার ছিল রিয়াজ নাইকো।