জম্মু-কাশ্মীরঃ ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। ঘটনায় শহিদ হয়েছেন তিন জওয়ান এবং গুরুতর আহত ১। জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় হান্ডওয়ারাতে গুলির লড়াই। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ওয়ানগাম স্টপে টহল দিচ্ছেন সিআরপিএফ জওয়ানেরা। সেখানে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। তাদের পরিচয় এখনও মেলেনি। জঙ্গিদের হামলার পাল্টা জবাব দেয় সিআরপিএফ জওয়ানেরাও। গুলির লড়াইয়ে ১ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।