দেশ

ফের ধাক্কা গাড়ি শিল্পে, দেশে গাড়ি বিক্রি কমল

 ডিসেম্বরে ভ্যান জাতীয় গাড়ির বিক্রি ৫৩.‌৩৬ শতাংশ কমে গেছে

বছরের শুরুতেও ফের ধাক্কা খেল গাড়ি শিল্প। শুক্রবার শিল্প সংস্থা সিয়াম অর্থাৎ সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফাকচারাস একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে দেখা যায়, গত ডিসেম্বর মাসে দেশীয় বাজারেই যাত্রীবাহী গাড়ির বিক্রি ৮.‌৪ শতাংশ কমে গিয়েছে। যাত্রীবাহী গাড়ি, ইউটিলিটি ভেহিকেল এবং ভ্যান জাতীয় গাড়ির বিক্রি ডিসেম্বর মাসে ১.‌২ শতাংশ কমে মোট বিক্রি হয়েছে দু’‌লক্ষ ৩৫ হাজার ৭৮৬টি গাড়ি। এর মধ্যে যাত্রীবাহী গাড়ির সংখ্যা এক লক্ষ ৪২ হাজার ১২৬টি। সেই তুলনায় ইউটিলিটি ভেহিকেল বিক্রিতে সামান্য উন্নতি লক্ষ্য করা গেলেও, ভ্যান জাতীয় গাড়ির বিক্রি ৫৩.‌৩৬ শতাংশ কমে গিয়েছে গত ডিসেম্বরে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে সেই সংখ্যাটা ছিল এক লক্ষ ৫৫ হাজার ১৫৯টি গাড়ি। যাত্রীবাহী গাড়ির পাশাপাশি বাণিজ্যিক গাড়ি বিক্রি ১৩.‌০৮ শতাংশ কমে গিয়েছে ডিসেম্বর মাসে। মাঝারি থেকে ভারী বাণিজ্যিক গাড়ির বিক্রি ৩১.‌৭ শতাংশ কমে গিয়েছে গত বছরের তুলনায়। দু’‌চাকার গাড়ির বিক্রি ১৬.‌৬ শতাংশ কমেছে। বাজারে চাহিদা কমে যাওয়ার ফলে গাড়ির উৎপাদনও কমে গিয়েছে বাজারে, জানা গিয়েছে রিপোর্টে। দেশীয় বাজারে গাড়ির উৎপাদন ৫.‌২ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর।  হুন্ডাই, মারুতি, টাটা মোটর্সের মতো কোম্পানিগুলি লোকসানের কথা জানিয়েছে। কেবল মারুতি আর মাহেন্দ্র অ্যান্ড মাহেন্দর কিছুটা উন্নতির আশা জাগিয়েছে ডিসেম্বরে।