দেশ

ফের পুঞ্চ সেক্টরে পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন

শ্রীনগর: ফের পুঞ্চ সেক্টরে পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে সোমবার বিকালে৷ এর আগে শুক্রবার,সাত সকালেই সীমান্তে উত্তেজনা৷ বোধনের সকালেই কাশ্মীর সীমান্তে আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷শুক্রবার সকালে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে জম্মু উ কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা৷ আচমকা পাক সেনানা ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি এবং মর্টার শেল ফাটাতে শুরু করে৷ ফলে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে৷ ভারতীয় সেনারাও পালটা জবাব দিচ্ছে৷পয়ালা অক্টোবর, একই দিনে দু’বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান সেনাবাহিনী৷ মঙ্গলবার বিকেলে আবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি ভঙ্গ করল পাক-সেনা৷ এদিন পাকিস্তান শাহপুর, কিরনি, কসবা সেক্টরে ব্যাপক গুলি চালিয়েছে৷ পাকিস্তান ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় সীমান্তে যেন অঘোষিত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে৷ অন্যদিকে পাক সেনার এই গোলাগুলির উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনা জওয়ানরা৷হঠাৎ-ই নিখোঁজ হয়ে যান বিএসএফ-এর সাব-ইনস্পেক্টর পরিতোষ মন্ডল৷ মঙ্গলবার তার দেহ উদ্ধার হয় পাকিস্তানে৷ উদ্ধার করে পাক রেঞ্জার্স৷ অনুমান করা হচ্ছে যে তিনি জলে ডুবে যান৷জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত (আইবি) থেকে নিখোঁজ হন বিএসএফের এই জওয়ান। জম্মুর আরএস পুরার আরনিয়া সেক্টর থেকে এই জওয়ান নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়৷ এই ঘটনার বিষয়ে একটি বিবৃতিও বিএসএফ জারি করে। বিএসএফ সুত্রে জানা যায়, জওয়ানটি আরিনা সেক্টরে পেট্রোল ডিউটিতে ছিলেন৷ সেই সময় থেকে তিনি নিখোঁজ হন৷অন্যদিকে, শনিবার জম্মু ও কাশ্মীরে দুটি পৃথক ঘটনায় ছ’জন জঙ্গি নিহত হয়েছিল। একই সময়ে একজন সৈনিকও শহিদ হন এবং দু’জন পুলিশ কর্মী জখম হন। মৃত জঙ্গিরা হিজবুল মুজাহিদিন সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে ভারতীয় জওয়ান জানায় যে যৌথ অপারেশনে আরও দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে৷ ঘটনাটা ঘটেছে গান্দেরবাল জেলার ট্রানখাল এলাকায়৷এইদিন সকালে ফের সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷ সোমবার রাতে পাকিস্তান সংঘর্ষ-বিরতি করে জম্মু ও কাশ্মীরের কাথুয়া জেলার মানইয়ারি পোস্টের হিরানগরে৷