নয়াদিল্লিঃ জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথগ্রহণ। গোটা রাইসিনা হিলস–সহ সংলগ্ন প্রাঙ্গন তা প্রত্যক্ষ করল। দেশ–বিদেশের রাষ্ট্রনায়করা সেখানে উপস্থিত ছিলেন। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যেদিকে কৌতূহল ছিল সেদিকেই জল ঢেলে দেওয়া হল। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ১৮টি আসন পাওয়ার পর ২০২১ তৃণমূলকে সরানোর হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। কিন্তু শপথগ্রহণে বঞ্চনার শিকার হল বাংলা। বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রী হল না। যা নিয়ে বিজেপি-র অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। মোদির মন্ত্রিসভায় মাত্র ২জন প্রতিমন্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকতে হল
বাঙালিকে। রাজ্য বিজেপির অন্দরেও তুমুল ক্ষোভ। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে মন্ত্রিসভার রূপ নিয়ে বৈঠকে বসেছিলেন মোদি-শাহ। তারপর এই পূ্র্ণমন্ত্রীর তালিকা দেখে কার্যত হতাশ বঙ্গ-বিজেপির সাংসদরা। যে উচ্চাশা নিয়ে এখান থেকে রাজধানী এক্সপ্রেসের প্রথমসারিতে বসে বঙ্গ–বিজেপি’র সাংসদরা নানা স্বপ্ন চোখে নিয়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন, তা নিমেষে ফিকে হয়ে গেল। একটিও পূ্র্ণমন্ত্রী বাংলা থেকে না হওয়ায় উৎসাহ–উদ্দীপনা তলানিতে গিয়ে ঠেকেছে। যা রাজ্যে ফিরে আসার পর সংগঠনের কাজে প্রভাব ফেলতে পারে। এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ জন সাংসদ।
এক নজরে দেখে নিন তালিকা-
পূর্ণমন্ত্রী –
- রাজনাথ সিং
- অমিত শাহ
- নিতিন গডকড়ী
- সদানন্দ গৌড়া
- নির্মলা সীতারমন
- রামবিলাস পাসোয়ান
- নরেন্দ্র সিং তোমর
- রবিশঙ্কর প্রসাদ
- হরসিমরত কৌর
- থাওয়ারচন্দ গহলৌত
- এস জয়শঙ্কর
- রমেশ পোখরিয়াল
- অর্জুন মুণ্ডা
- স্মৃতি ইরানি
- ডঃ হর্ষবর্ধন
- প্রকাশ জাভড়েকর
- পৌযূষ গোয়েল
- ধর্মেন্দ্র প্রধান
- মুখতার আব্বাস নকভি
- প্রহ্লাদ জোশী
- মহেন্দ্র সিং পাণ্ডে
- অরবিন্দ সাওয়ান্ত
- গিরিরাজ সিং
- গজেন্দ্র সিংহ শেখাওয়াত
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী –
- সন্তোষ গঙ্গওয়ার
- রাও ইন্দ্রজিত্ সিং
- শ্রীপদ নায়েক
- জীতেন্দ্র সিং
- কিরণ রিজিজু
- প্রহ্লাদ পটেল
- আরকে সিং
- হরদীপ সিং পুরী
- মনসুখ মন্ডাবিয়া
প্রতিমন্ত্রী –
- ফগ্গন সিং কুলস্তে
- অশ্বিনী চৌবে
- অর্জুনরাম মেঘওয়াল
- বিকে সিং
- কৃষ্ণপাল গুর্জর
- দাদা সাহেব দানবে
- জী কিশন রেড্ডি
- পুরষোত্তম রূপালা
- রামদাস আটাওয়ালে
- সাধ্বী নিরঞ্জন জ্যোতি
- সঞ্জীব বালিয়ান
- সঞ্জয় ধোত্রে
- অনুরাগ ঠাকুর
- সুরেশ অঙ্গাড়ি
- নিত্যানন্দ রায়
- রতনলাল কাটারিয়া
- বি মুরলীধরন
- রেণুকা সিং
- সোমপ্রকাশ
- রামেশ্বর তেলি
- প্রতাপচন্দ্র সারঙ্গি
- কৈলাস চৌধরী
- বাবুল সুপ্রিয়
- দেবশ্রী চৌধুরী